Sujit Bose: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি-র অভিযান | ABP Ananda LIVE

Continues below advertisement

Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে (Recruitment Scam) দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Bose)  বাড়িতে ইডি(ED)-র অভিযান। সূত্রের খবর, দমকলমন্ত্রীর বাড়িতে চলছে জিজ্ঞাসাবাদ ও নথি সংগ্রহ। এদিন ইডি-র আধিকারিকরা দুটি দলে বিভক্ত হয়ে মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির(Shreebhumi)  দুটি বাড়িতে পৌঁছে যান। ঘড়ির কাঁটায় তখন সকাল ৬টা বেজে ৩৯ মিনিট। যে বাড়িতে সুজিত বসু থাকেন, এবং যেটি তাঁর পুরনো ঠিকানা, দুটি বাড়িতে গিয়েই কলিংবেল বাজান ইডি-র তদন্তকারীরা। অভিযোগ, দুটি বাড়িতেই ঢুকতে গিয়ে বাধার মুখে পড়তে হয় ইডি-র আধিকারিকদের। অভিযোগ, মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়িতেই দায়িত্বে থাকা কর্মচারী ও কেয়ারটেকাররা প্রথমে দরজা খুলতে চাননি। ইডি-র আধিকারিকরা তা নিয়ে উষ্মা প্রকাশ করেন। ওয়ারেন্ট থাকা সত্ত্বেও, কেন তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তোলেন ইডি-র আধিকারিকরা। তা নিয়ে দু'পক্ষের মধ্যে বাদানুবাদও চলে কিছুক্ষণ। শেষ পর্যন্ত সকাল সাতটা বাজার কয়েক মিনিট আগে মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়ির দরজাই খুলে দেওয়া হয়। সূত্রের খবর, ঘরে ঢুকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডি-র আধিকারিকরা। ABP Ananda LIVE 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram