TMC Madhymgram: বাড়িমালিকের হয়ে ভাড়াটিয়াকে 'মারধর', কাঠগড়ায় মধ্যমগ্রাম TMC-র বিদায়ী কাউন্সিলর
Continues below advertisement
মধ্যমগ্রামের (Madhyamgram) শ্রীনগরের বাড়িওয়ালা ভাড়াটের বিবাদ নিয়ে আদালতে বিচারাধীন মামলা। এরই মধ্যে ভাড়াটেকে উঠতে চাপ। রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল তৃণমূল ওয়ার্ড কো-অর্ডিনেটরের বিরুদ্ধে। ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শ্রীনগর এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন ধরে বাড়িওয়ালা ও ভাড়াটের মধ্যে বিবাদ চলছে। বিষয়টি আদালতে গড়ায়। অভিযোগ, বাড়ির মালিকের পক্ষ নিয়ে ভাড়াটেকে বাড়ি ছাড়ার জন্য চাপ দেন মধ্যমগ্রাম পুরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কো-অর্ডিনেটর পঙ্কজ চন্দ। রাজি না হওয়ার গতকাল বাড়িতে চড়াও হয়ে ভাড়াটে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে তৃণমূল ওয়ার্ড কো-অর্ডিনেটরের বিরুদ্ধে। মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল (TMC) নেতা।
Continues below advertisement
Tags :
ABP Ananda Tenant Madhyamgram ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Tenant TMC Leader Clash