Udayan Guha : নিজের বাবা, কমল গুহকেই কাঠগড়ায় তুললেন উদয়ন, শুনুন ABP Ananda র এক্সক্লুসিভ সাক্ষাৎকার
যদি যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে, কম যোগ্যদের চাকরি দেওয়া দুর্নীতি হয়, তাহলে বাবা সেই সিস্টেমের অঙ্গ ছিলেন। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, নিজের অবস্থানেই অনড় থাকলেন উদয়ন গুহ ( Udayan Guha ) । তদন্ত করান। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সুজন চক্রবর্তী ( Sujan Chakraborty )। বামেদের পাশাপাশি কংগ্রেস আমলের নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন উদয়ন। বাবার পাপের প্রায়শ্চিত্ত করা উচিত। কটাক্ষ করেছেন প্রদীপ ভট্টাচার্য।