Coachbihar: দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে অভিযোগ শুনতে হল তৃণমূল বিধায়ককে | ABP Ananda LIVE
Continues below advertisement
কোচবিহারে (Coachbihar) দিদির সুরক্ষাকবচ (Didir Doot) কর্মসূচিতে গিয়ে পানীয় জল নিয়ে সাধারণ মানুষের অভিযোগ শুনতে হল দুই তৃণমূল বিধায়ককে (Tmc MLA)। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন উদয়ন গুহ। অন্যদিকে, অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে বিডিও-কে ডেকে পাঠান জগদীশ বর্মা বাসুনিয়া। অভিযোগ শুনছেন, কিন্তু কাজ হবে তো? কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
Continues below advertisement