Madan Mitra: 'কান খুলে শুনে রাখুন নজর রাখা হচ্ছে', কামারহাটির তৃণমূল কাউন্সিলরদের সতর্কবার্তা মদনের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: 'কামারহাটির নামের সঙ্গে কালি লেগে গেছে', 'কাউন্সিলররা কান খুলে শুনে রাখুন নজর রাখা হচ্ছে', আড়িয়াদহকাণ্ডের পর কামারহাটির তৃণমূল কাউন্সিলরদের সতর্কবার্তা মদনের

দীর্ঘদিন বাদে মতুয়া গড়ে কামব্যাক করল তৃণমূল। ২০১১-র ১৩ বছর পর ফের বনগাঁ লোকসভার অন্তর্গত বাগদায় ফুটল জোড়াফুল। ৩৩ হাজারের বেশি ভোটে জিতলেন মধুপর্ণা ঠাকুর। লোকসভা তৃণমূলের হয়ে পরাজিত হয়েছিলেন, এবার বিধানসভায় সাফল্যের মুখ দেখলেন রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী। 

হাইকোর্টের নির্দেশে SSC-দুর্নীতিতে চাকরিহারা অঙ্কিতা অধিকারীকে দলীয় পদে বসাল তৃণমূল। কোচবিহারে তৃণমূলের জেলা সম্পাদক হলেন মেখলিগঞ্জের বিধায়ক ও প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। দলের নির্দেশ মেনে কাজ করব, প্রতিক্রিয়া অঙ্কিতার। SSC-দুর্নীতিতে প্রসঙ্গে খোঁচা দিয়েছে বিজেপি। বিজেপির বহু শীর্ষ নেতাই দুর্নীতিগ্রস্ত, পাল্টা দিয়েছে তৃণমূল। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola