Sovan Ratna Divorce: বেহালা থেকে লোক নিয়ে এসে ভয় দেখাচ্ছেন রত্না চট্টোপাধ্যায়, অভিযোগ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। Bangla News
বেহালা থেকে লোক নিয়ে এসে ভয় দেখাচ্ছেন রত্না চট্টোপাধ্যায়। অশ্লীল ভাষায় আক্রমণ করছেন। বেহালা পূর্বের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন, বৈশাখী বন্দ্য়োপাধ্যায়। উনি তো নিজেই ছোলেধরা, পাল্টা আক্রমণ শানিয়েছেন রত্না।
Tags :
Baisakhi Banerjee Ratna Chatterjee Sovan Chatterjee DISTRICT Sovan Chatterjee And Ratna Chatterjee Divorce