Amit Shah Rally : কালই কলকাতার প্রাণকেন্দ্রে অমিত শাহের সভা, কটাক্ষ তৃণমূলের
হাইকোর্ট থেকে ছিনিয়ে আনতে হয়েছে সভার অনুমতি। কালই কলকাতার প্রাণকেন্দ্রে অমিত শাহের সভা। তার আগে, সভাস্থলের জায়গা বাছাই হোক বা জনসমাগম, সব নিয়েই কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। বিজেপিকে আক্রমণ শানাতে গিয়ে, সিপিএমকেও টেনে আনলেন শাসক দলের মুখপাত্র। পাল্টা জবাব দিতে ছাড়েনি বিজেপিও।