Abhishek Banerjee: যত তাড়াতাড়ি সম্ভব দোষীর শাস্তি চাই, আরজি কর কাণ্ডে দাবি অভিষেকের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আরজি করে চিকিৎসককে 'ধর্ষণ'-খুন, আইন করে এনকাউন্টারের সওয়াল অভিষেকের । 'এই সব অপরাধীদের সমাজে বেঁচে থাকার অধিকার নেই' । 'কঠোর আইন এনে, ৭দিনের মধ্যে এনকাউন্টার করে মারা উচিত' । 'আইন আমাদের হাত বেঁধে রেখেছে, কেন বিচার হতে ৫-৬ বছর সময় লাগবে?' বিজেপি অর্ডিন্যান্স করে ইডি ডিরেক্টরের মেয়াদ বাড়াতে পারে' । 'ধর্ষক-খুনিদের বিচারের জন্য কেন অর্ডিন্যান্স আনতে পারে না?' । আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রীর নির্দেশে RG কর সংলগ্ন ৩.৫ একর জমিতে নতুন ভবন গড়ে তোলা হবে বলে খবর নবান্ন সূত্রে। আরজি করের জায়গা বাড়াতে এই ভবন গড়ে তুলতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। ভবনের একটি ফ্লোরের নামকরণ হবে নিহত মহিলা চিকিৎসকের নামে। মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, ফিরহাদ হাকিম ও পুলিশকে নিয়ে বৈঠক। বিকেল ৪টেয় এই বৈঠক হবে নবান্নে, সেখানেই এ নিয়ে হবে সিদ্ধান্ত।