Santanu Sen:'জনরোষের বহিঃপ্রকাশ', জয়নগরের তৃণমূল নেতার মৃত্যুর পর অশান্তি নিয়ে প্রতিক্রিয়া শান্তনু সেনের।ABP Ananda LIVE

Continues below advertisement

২০১১ সালের আগে সিপিএম হার্মাদদের হাতে সবথেকে বেশি খুন হয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। ১২ বছর ক্ষমতায় থাকার পরও, যেহেতু আমরা বদলা নয় বদল চাইয়ের নীতিতে বিশ্বাসী, তাই আজও বিরোধীদের হাতে সবথেকে বেশি রাজনৈতিক খুন হচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরাই', জয়নগরে তৃণমূল নেতা খুন ও তার পর সিপিএম কর্মী-সমর্থকদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগে প্রতিক্রিয়া জোড়াফুলের সাংসদ শান্তনু সেনের। 'সিপিএমের হার্মাদরা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কী ভাবে সইফুদ্দিনকে মেরে ফেলে, সেটা সাধারণ মানুষ দেখেছে', সংযোজন তাঁর। 'তার পর যেটা হয়েছে সেটা জনরোষের বহিঃপ্রকাশ, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে', বলেন তিনি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram