Saugata Roy: 'নিট-নেট কেলেঙ্কারির দায় নিয়ে পদত্যাগ করুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী', দাবি সৌগত রায়ের

Continues below advertisement

ABP Ananda LIVE: নিট-নেট কেলেঙ্কারির (NEET NET Controversy)দায় নিয়ে পদত্যাগ করুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী(Central education Minister), দাবি তৃণমূল সাংসদ সৌগত রায়ের(Saugata roy)। 'এটা পুরোপুরি সরকারের ব্যর্থতা। নেট একদম কেন্দ্রীয় সরকারের পরীক্ষা, সেখানেও সরকার ব্যর্থ। একটা কারও পদ যাওয়া উচিত, সেটার নৈতিক দায়িত্ব নিয়ে শিক্ষামন্ত্রী কেন পদত্যাগ করবেন না। এই তৃতীয় মোদি সরকারে আপনারা দেখবেন প্রায়ই এরকম ঘটনা ঘটবে', আক্রমণ সৌগত রায়ের।

নতুন করে প্রদেশ কংগ্রেস কমিটি ঢেলে সাজানোর দায়িত্ব এখন সর্বভারতীয় সভাপতির হাতে। সর্বভারতীয় সভাপতিই সিদ্ধান্ত নেবেন, কে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি। 'কংগ্রেসের সাংগঠনিক নিয়ম অনুযায়ী, খাড়গে সভাপতি হওয়ার পর সমস্ত প্রদেশ কংগ্রেস কমিটি অস্থায়ী ভাবে কাজ চালাচ্ছে'। তিনিও পশ্চিমবঙ্গে অস্থায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি, জানালেন অধীর চৌধুরী। বৈঠকে উপস্থিত অধিকাংশ কংগ্রেস নেতাই অধীরের সমর্থনে সওয়াল করেছেন। বিকেল ৪টেয় পরবর্তী বৈঠকে বসছে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram