
Shatrughan Sinha: আমিষ নিষিদ্ধ করার কথা বলছেন Tmc সাংসদ | কী বলছে মাছবাজারে যাওয়া বাঙালি ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: তৃণমূল সাংসদ বলছেন, আমিষ নিষিদ্ধ করার কথা। কিন্তু সাতসকালে মাছবাজারে যাওয়া বাঙালি কী বলছে? দেখুন, কলকাতা ও সাংসদের কেন্দ্র আসানসোলের ছবিটা।
শেখ হাসিনার বিরুদ্ধে পাল্টা উস্কানিমূলক ভাষণের অভিযোগ
ধূলিসাৎ বঙ্গবন্ধুর বাড়ি। নীরব দর্শক ইউনূস সরকার। শেখ হাসিনার বিরুদ্ধে পাল্টা উস্কানিমূলক ভাষণের অভিযোগ। ইউনূসের বাংলাদেশে রেহাই নেই শিল্পীরও। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার মেহের আফরোজ শাওন। জামালপুরে শিল্পীর বাড়িতে আগুন। নৈরাজ্যের বাংলাদেশে এ যেন তালিবানি শাসন বঙগবনধুুর বাড়ির ভাঙার নিন্দা করে আক্রান্ত মহিলা-সহ ২। রাস্তায় ফেলে মারধর, হেনস্থা! নিজের ইতিহাসই মোছার চেষ্টা! ধানমণ্ডিতে ধূলিসাৎ বঙগবনধুর বাড়ি। চট্টগ্রামে ভাঙা হল ম্যুরাল। খুলনায় হাসিনার আত্মীয়ের বাড়িতে বুলজোডার। নোয়াখালিতে আওয়ামি নেতার বাড়িতে আগুন। বাংলাদেশে বুলডোজারে ধ্বংস ইতিহাস। নীরব রইল ইউনূসের পুলিশ, সেনা। হাসিনার উস্কানিতেই হামলা, আর যেন বিবৃতি না দেন। ভারতের হাইকমিশনার ডেকে প্রতিবাদপত্র ঢাকার। এবার নৈরাজ্যের বাংলাদেশে গ্রেফতার অভিনেত্রী। বাংলাদেশের অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার ওপার বাংলার অভিনেত্রী। বাংলাদেশের সংবাদমাধ্যম ডেলি স্টার সূত্রে খবর । ঢাকার ধানমণ্ডি থেকে গ্রেফতার বাংলাদেশের অভিনেত্রী। ইউনূসের বাংলাদেশে রেহাই নেই শিল্পীদেরও। জামালপুরে অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মেহেরের বাড়িতে আগুন মৌলবাদীদের।