TMC: পঞ্চায়েত ভোটের আগে টানা ২ মাস রাস্তায় থাকবেন অভিষেক
আজ থেকে শুরু হচ্ছে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা। গতকালই কোচবিহারে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে টানা ২ মাস রাস্তায় থাকবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ সকালে দিনহাটার বামনহাটে BSF-এর গুলিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক। এরপর মাধাইখাল কালী মন্দিরে পুজো দিয়ে শুরু হবে জনসংযোগ যাত্রা। দিনহাটার সাহেবগঞ্জ ফুটবল মাঠ, সিতাইয়ের গোসানিমারি হাইস্কুলের মাঠ এবং শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে জনসভা করবেন অভিষেক। বিকেলে মাথাভাঙা কলেজ মাঠে গণভোটের আয়োজন করা হয়েছে। সেখানে সাধারণ মানুষের মতামত নেবেন অভিষেক। প্রস্তুত রাখা হয়েছে তৃণমূলে নবজোয়ার ও জনসংযোগ যাত্রা লেখা খোলা ছাদের বাস। ওই বাসে চড়ে রোড শো করবেন অভিষেক। ২৭ এপ্রিল তুফানগঞ্জ থেকে রোড শো করে রওনা দেবেন আলিপুরদুয়ারেের উদ্দেশে।