TMC Nabojowar: বুদবদের ঘটনা নিয়ে কী মন্তব্য পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারের ?
Continues below advertisement
জামালপুরের পুনরাবৃত্তি বুদবুদে। ফের তৃণমূলে (TMC) নবজোয়ারে প্রার্থী বাছাইয়ের ভোটে কারচুপির অভিযোগ। ‘ভোটার তালিকায় বহিরাগতদের নাম’, ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই একাংশের। অভিযোগ অস্বীকার তৃণমূল ব্লক সভাপতির। ‘দলে অনেক আবর্জনা এসেছে, সেজন্যই এসব ঘটনা চোখে পড়ছে’, ‘কোনও অন্যায় হয়ে থাকলে আবার ভোট হবে’, বুদবদের ঘটনা নিয়ে মন্তব্য পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারের।
Continues below advertisement