TMC: বিশৃঙ্খলার পর এবার মাটিতে পড়ে 'তৃণমূলে নবজোয়ারে'র গোপন ব্যালট
Continues below advertisement
বিশৃঙ্খলার পর এবার মাটিতে পড়ে 'তৃণমূলে (TMC) নবজোয়ারে'র গোপন ব্যালট। মালদা চাঁচল স্টেডিয়ামে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে তৃণমূলের গোপন ব্যালট। গত বুধবার এই চাঁচল স্টেডিয়ামেই রাত্রিবাস করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই মালদার ৭টি বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঠিক করতে গোপন ব্যালটে ভোট হয়। সেই ভোটেরই ব্যালট ছড়িয়ে আছে চাঁচল স্টেডিয়ামে শুধু মালদা নয় পড়ে আছে দুই দিনাজপুরেরও কিছু ব্যালট।
Continues below advertisement