Madan Mitra: 'আমি হলে সরি বলতাম', ফিরহাদ প্রসঙ্গে মন্তব্য মদনের

ABP Ananda Live: সংখ্য়ালঘু-মন্তব্য়ের জন্য় দলের অন্দরেই সমালোচনার মুখে পড়েছেন ফিরহাদ হাকিম। তৃণমূলের বিধায়ক দুই হুমায়ুন কবীর এবং মদন মিত্র ফিরহাদ হাকিমের সমালোচনা করেছেন। ফিরহাদ হাকিমের দীর্ঘদিনের সতীর্থ মদন মিত্র সরাসরি বলছেন--- "আমি হলে সরি বলতাম। এখন পরিস্থিতি সেটাই ডিমান্ড করে। আমি বলব গরু যেমন জাবর কাটে তেমনই নিজের মন্তব্যটাকে চিবিয়ে নিক।" ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলছেন--- "ফিরহাদ হাকিম সাহেবকে আরেকটু কোরান, হাদিসের মোতাবেক আরেকটু পড়াশোনা করতে।"

 

আরও খবর, বাংলাদেশের হিন্দুদের রক্ষায় এবার রাষ্ট্রসংঘের সহায়তা চাইল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।  সেই সঙ্গে জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি দাবি করে বিশ্ব মানবাধিকার দিবসে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আজ বাংলাদেশসহ সারা পৃথিবীর হিন্দুদের মুখে কালো কাপড় বেঁধে এবং চিন্ময় দাসের মুক্তির প্ল্যাকার্ডের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করার অনুরোধ জানিয়েছে জোট। সোমবার সন্ধ্যায় জোটের পক্ষে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আজ ফেসবুকসহ বিভিন্ন সোশাল মিডিয়ায় ছবি পোস্টের পাশাপাশি বুধবার প্রার্থনার দিনক্ষণ নির্ধারণ করা হয়। বুধবার গীতা জয়ন্তী উপলক্ষে প্রতিটি মন্দিরে চিন্ময় দাসের মুক্তি কামনায় গীতাপাঠ করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola