TMC News: সংখ্য়ালঘু-মন্তব্য় ফিরহাদের, তীব্র নিন্দা তৃণমূলের

Continues below advertisement

ABP Ananda Live: সংখ্য়ালঘু-মন্তব্য়ের জন্য় এবার প্রকাশ্য়ে বিবৃতি দিয়ে, ফিরহাদ হাকিমের তীব্র নিন্দা করল তৃণমূল। সম্প্রতি একটি অনুষ্ঠানে ফিরহাদ হাকিমকে বলতে শোনা যায়--- "আমি নিজেকে সংখ্যালঘু ভাবি না। আমি মনে করি, যদি আল্লার আমাদের ওপর করুণা হয়, ...তাহলে আমরা একদিন সংখ্যাগুরু হতে পারব।" এবার তৃণমূলের তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করে লেখা হল--- “ফিরহাদের মন্তব্যে দলের অবস্থান কিংবা আদর্শের প্রতিফলন ঘটেনি।” ওই পোস্টের শুরুতেই স্পষ্ট ভাবে লেখা হয়েছে, ফিরহাদের মন্তব্যের দায় নিচ্ছে না দল এবং কঠোর ভাবে ওই মন্তব্যের নিন্দা করা হচ্ছে।

আরও খবর, বাংলাদেশের হিন্দুদের রক্ষায় এবার রাষ্ট্রসংঘের সহায়তা চাইল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।  সেই সঙ্গে জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি দাবি করে বিশ্ব মানবাধিকার দিবসে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আজ বাংলাদেশসহ সারা পৃথিবীর হিন্দুদের মুখে কালো কাপড় বেঁধে এবং চিন্ময় দাসের মুক্তির প্ল্যাকার্ডের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করার অনুরোধ জানিয়েছে জোট। সোমবার সন্ধ্যায় জোটের পক্ষে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আজ ফেসবুকসহ বিভিন্ন সোশাল মিডিয়ায় ছবি পোস্টের পাশাপাশি বুধবার প্রার্থনার দিনক্ষণ নির্ধারণ করা হয়। বুধবার গীতা জয়ন্তী উপলক্ষে প্রতিটি মন্দিরে চিন্ময় দাসের মুক্তি কামনায় গীতাপাঠ করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram