Anubrata Mondal: যে ফোন থেকে IC-কে কল, সেই ফোন জমা দেননি অনুব্রত

ABP Ananda Live: কুকথা কাণ্ডে ৭ দিন পরে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি। অনুব্রতর মোবাইলই জমা নিল না পুলিশ। IC-র ফোন বাজেয়াপ্ত হলেও কেন কেষ্টর নয়? উঠছে প্রশ্ন।  বোলপুরের IC-কে কদর্য আক্রমণ। ৭ দিন পর হাজিরা কেষ্টর। ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। বেরনোর সময় মুচকি হাসি। ৫ দিনের বেড রেস্ট শেষ। অবশেষে হাজিরা কেষ্টর। SDPO অফিসের পিছনে, পুলিশ লাইনের গেট দিয়ে প্রবেশ। নিজের সাদা গাড়ির বদলে কালো গাড়ি ব্যবহার। 

 

বাড়ছে করোনা সংক্রমণ

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হলেন শতাধিক মানুষ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩৮ জন। বুধবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬০ জন। আজ ১০০ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola