Anubrata Mondal: বিধানসভা ভোটের আগে পুরনো মেজাজে ফিরছেন অনুব্রত মণ্ডল?

ABP Ananda Live: বিধানসভা ভোটের আগে বীরভূমের মাটিতে কি আস্তে আস্তে পুরনো মেজাজে ফিরছেন অনুব্রত মণ্ডল? এবার 'খেলা শুরু'-র কথা শোনা গেল অনুব্রত মণ্ডলের মুখে। বোলপুরে ক্রিকেট টুর্নামেন্টে এসে বললেন, মেরা জবান হি মেরা শাসন হ্যায়। 

 

বাধ্য হয়ে হালকা বলপ্রয়োগ, বলছে কলকাতা পুলিশ ; লাথি মারা কাম্য নয়…মন্তব্য পুলিশ কমিশনারের 

 

 চাকরি হারিয়ে সর্বহারা তাঁরা। সেই চাকরি দাবিতেই এদিন গর্জে উঠেছিলেন। জেলায় জেলায় DI অফিস অভিযানের ডাক দেন সদ্য চাকরহারারা। আর কসবায় DI অফিসে আন্দোলন করতে গিয়ে জুটল পুলিশের লাঠি। রীতিমতো মাটিতে ফেলে পেটানো হল তাঁদের। এখানেই শেষ নয়, সদ্য চাকরিহারাদের লাথিও মারল পুলিশ। পাল্টা পুলিশের দাবি, হামলা করা হয়েছে তাদের উপরও। চাকরিহারা শিক্ষিকাদের উপরেও লাঠিচার্জ পুলিশের। বুধবার কসবায় DI অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, "পুরো ফুটেজটাই দেখেছি। তদন্ত করে দেখা হচ্ছে। সিনিয়র অফিসাররা রিপোর্ট দেবেন আমাদের। যে ভিস্যুয়াল দেখানো হচ্ছে সেটা একটা পার্ট। আরেকটা দেখানো হয়নি। পুলিশের যে ছবি সামনে এসেছে তা কাম্য নয়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola