TMC News: এখন ইন্ডাস্ট্রি ছোট হয়ে যাচ্ছে, তাই অপশন হিসেবে হয়তো রাজনীতির সঙ্গে যোগ: চিরঞ্জিত
ABP Anana Live: ‘এখন ইন্ডাস্ট্রি ছোট হয়ে যাচ্ছে, তাই অপশন হিসেবে হয়তো রাজনীতির সঙ্গে যোগ। কিন্তু এখন তৃণমূলের আর তারকাদের দরকার নেই।' একুশে জুলাইয়ের সমাবেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য় করলেন, শাসক দলের তারকা-বিধায়ক চিরঞ্জিত। তিনি বলছেন, "এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটাও শক্ত। তো সেক্ষেত্রে হয়তো আরেকটা অপশন হতেও পারে সেটা হচ্ছে একটু রাজনীতির সঙ্গে যুক্ত থাকলাম।" চিরঞ্জিত আরও বলছেন--- "সবাই একটা তো জায়গা চায়। + ক্ষমতা চায়। যদি সেটা তার ইন্ডাস্ট্রিতে যদি জায়গাটা ডোমেনটাই ছোটো হয়ে গিয়ে থাকে, সাম্রাজ্যটাই ছোটো হয়ে গিয়ে থাকে তাহলে সে আরেকটা বিকল্প চাইতেই পারে। "
'১৫ অগাস্ট পর্যন্ত দেখব', আলাদা দল তৈরির হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের
'১৫-ই অগাস্ট পর্যন্ত দেখব।' তৃণমূলের দিকে আলাদা দল তৈরির হুঁশিয়ারি ছুড়ে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। পাল্টা জয়প্রকাশ মজুমদার বলছেন, 'আগে পদত্যাগ করুন। দল এইসব ডেডলাইনের পরোয়া করে না।' এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।কংগ্রেস, তৃণমূল, বিজেপি, নির্দলের পর, এবার কি নিজের দল ? ২০২৬-এর বিধানসভা ভোটে একেবারে অন্য় রঙে দেখা যাবে তাঁকে ? বিধানসভা ভোটের কয়েকমাস আগে দল ছাড়ার হুঁশিয়ারি শোনা গেল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের গলায়। তাহলে কি বিধানসভা ভোটের আগে তৃণমূলে ভাঙন ধরবে ? দল ছাড়বেন মুর্শিদাবাদে তৃণমূলের অন্য়তম হেভিওয়েট সংখ্য়ালঘু মুখ ? হুমায়ুন কবীর বলছেন, "১৫ অগাস্ট অবধি দেখব, যে, এই জেলার নেতাদের কোনও সংশোধন বা পরিবর্তন কিছু হচ্ছে কি না। তারপরে একটাই অপশন আছে, মুর্শিদাবাদের সংখ্য়াগরিষ্ঠ যাঁরা মুসলিম জনতা, এমনকী কিছু হিন্দু ব্য়ক্তিও রয়েছেন, যাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাঁরা বলছেন যে, তাঁরা প্রস্তাব আকারে দিচ্ছেন বারবার। আপনি নিজে একটা কোনও রাস্তা বের করুন। শুধু হুমায়ুন কবীর কেন ? অনেক হুমায়ুন কবীর থাকবে।"