Anubrata Mondal: 'বীরভূমের বাঘ, বীরভূমের বাঘই থাকবে', অনুব্রত প্রসঙ্গে বললেন ফিরহাদ।
Firhad Hakim: গরুপাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পর বীরভূমে দাঁড়িয়েই তাঁকে বাঘ বলে সম্বোধন করেছিলেন ফিরহাদ হাকিম। এবারেও সেই ধারাতেই অটুট থাকলেন। অনুব্রত মণ্ডল জামিন পেতেই মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন,'বীরভূমের বাঘ, বীরভূমের বাঘই থাকবে। বাঘ খাঁচায় থাকলে, হায়না-শিয়ালরা চিৎকার করে। বাঘ খাঁচা থেকে বেরোলে বিরোধীরা পালিয়ে যাবে।' বন্যায় প্লাবিত কেশপুরে হাজির আর জি কর মেডিক্যাল ও মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা । টাবাগেড়্যা এলাকায় খোলা হয়েছে মেডিক্যাল ক্যাম্প । সেখানে রোগী দেখছেন দুটি মেডিক্যাল কলেজের প্রায় ৩০ জন জুনিয়র ডাক্তার । ওষুধের পাশাপাশি বিলি করা হচ্ছে ত্রাণও।আর জি কর কাণ্ডের প্রতিবাদ করায় ক্লাস থেকে ২ ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ। 'বাঁকুড়ার সারদামণি মহিলা কলেজে ক্লাস থেকে বের করে দেওয়া হল ২ ছাত্রীকে', সারদামণি মহিলা কলেজের অধ্যাপক-তৃণমূল নেতা শ্যামল সাঁতরার বিরুদ্ধে অভিযোগ। ২ ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার প্রতিবাদে কলেজের সামনে বিক্ষোভ। প্রতিবাদের নামে টাকা তুলছিলেন ওই দুই ছাত্রী, পাল্টা অভিযোগ শ্যামল সাঁতরার।