Chhok Bhanga Chhota : কন্যাশ্রী নিয়েও শঙ্কা, সতর্ক করে একাধিক নির্দেশিকা নারী ও শিশু কল্যাণ দফতরের
ABP Ananda LIVE : ট্যাবের পর এবার কন্যাশ্রী নিয়েও হ্যাকিং-শঙ্কা রাজ্যের।সতর্ক করে জেলাশাসককে একাধিক নির্দেশিকা নারী ও শিশু কল্যাণ দফতরের।জেলাশাসক ছাড়াও সব জেলার সোশ্যাল ওয়েলফেয়ার ডিরেক্টরকে ৬ দফা নির্দেশিকা জারি।যে সব অ্যাকাউন্টে হ্যাকের আশঙ্কা আছে সেগুলির পাসওয়ার্ড বদলানোর নির্দেশ।'হ্যাকিং-রোধী যাবতীয় সুরক্ষা নিশ্চিত করতেহবে জেলা প্রশাসনকে'।'নিয়মিত স্ক্যান করতে হবে কম্পিউটার'।'পাসওয়ার্ড-সহ কোনও ক্রেডেনশিয়াল ওয়েব পেজে সেভ করে রাখা যাবে না'।নির্দেশিকা জারি নারী ও শিশু কল্যাণ দফতরের।
ট্যাব কেলেঙ্কারিতে এবার বিহার যোগ, পুলিশের জালে আরও ১। গ্রেফতার বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা রবীন্দ্র প্রসাদ সিং। গ্রেফতার করল বর্ধমান সাইবার থানার পুলিশ । প্রধাননগর থানার পুলিশের সহযোগিতায় গ্রেফতার। শিলিগুড়ির দেবীডাঙ্গা এলাকায় গা ঢাকা দিয়েছিল রবীন্দ্র প্রসাদ সিং। আজ শিলিগুড়ি আদালতে পেশ, ট্রানজিট রিমান্ডে আজই ধৃতকে নিয়ে যাওয়া হবে বর্ধমানে। রাজ্যে একের পর এক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শাসকদলেরই নেতা-মন্ত্রীরা। এবার খোদ মুখ্যমন্ত্রী পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন। তাঁর দাবি, পুলিশের একাংশ এবং সিআইএসএফ দুর্নীতির সঙ্গে যুক্ত। তারা টাকা খায়, আর দোষ হয় তৃণমূল নেতাদের। পুলিশকর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ পেলে যাকে কড়া ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নির্দেশও দেন মমতা। (Mamata Banerjee)