Kunal Ghosh : 'নরেন্দ্র মোদির সময় হয়নি মণিপুরে মানুষের পাশে গিয়ে দাঁড়াবার', আক্রমণ কুণালের

ABP Ananda LIVE : 'মণিপুরে একের পর এক খুন, জখম, ডাকাতি সব চলছে।  প্রধানমন্ত্রীর মনে হয়নি মণিপুরে যাওয়ার কথা। সুকান্ত মজুমদার তো সাংসদ। ওঁর যাওয়া উচিত ছিল। এদের মণিপুরের ঘটনায় মুখ না খোলা উচিত হয়নি', আক্রমণ কুনাল ঘোষের। 

আরও খবর...ইডিকে না জানিয়েই জ্যোতিপ্রিয়কে হাসপাতালে ভর্তির অভিযোগ । কী সমস্যা, জানতে চেয়ে অ্যাপোলোকে চিঠি ইডি-র । ১৬ নভেম্বর অ্যাপোলো হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে' । জ্যোতিপ্রিয়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা কোর্টকে জানাল জেল কর্তৃপক্ষ । ভিডিও কনফারেন্সে আদালতে হাজির করানো হয় রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রীকে । জ্যোতিপ্রিয়র আইনজীবী উপস্থিত না থাকায় আজ হল না শুনানি । কাল মামলার পরবর্তী শুনানি । অ্যাপোলোতে ভর্তি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, জানায়নি জেল কর্তৃপক্ষ, দাবি ইডি-র । কী সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, জানতে চেয়ে অ্যাপোলো কর্তৃপক্ষকে চিঠি ED-র

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola