TMC News : স্বস্তিতে' কালীঘাটের কাকু ! 'এখনই সুজয়কৃষ্ণকে গ্রেফতার করতে পারবে না CBI..'

Continues below advertisement

ABP Ananda LIVE : প্রোডাকশন ওয়ারেন্ট জারির পরদিনই কী করে হেফাজতে নেওয়ার আবেদন? সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর আগাম জামিনের মামলায় এদিন এভাবেই হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল সিবিআই। এদিনও এই মামলায় কোনও নির্দেশ দিল না আদালত। 
 
নিয়োগ দুর্নীতি মামলায়, ২০২৩-এর ৩০ মে, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ED. মঙ্গলবার তাঁকে ফের আদালতে তোলার কথা ছিল। এই অবস্থায় কালীঘাটের কাকুকে হেফাজতে নিতে আদালতে আর্জি জানায় CBI। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি জয়মাল্য বাগচী। তিনি বলেন, এতদিন মনে হল না জিজ্ঞাসাবাদের কথা? ED র মামলায় জামিন পাওয়ার সম্ভাবনা তৈরি তৈরি হয়েছে বলেই কি ঝাঁপিয়ে পড়তে চাইছে সিবিআই ? 

সেই ধারা বজায় থাকে শুক্রবারের শুনানিতেও। বিচারপতি বাগচী প্রশ্ন তোলেন, প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার পরের দিনই আবার কী করে Shown অ্যারেস্ট দেখানোর এবং হেফাজতে নেওয়ার আবেদন জানাল সিবিআই? এই তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে সিবিআইয়ের সংশ্লিষ্ট দফতর কেন পদক্ষেপ করবে না, সেই প্রশ্নও তোলেন বিচারপতি।

এদিন বিচারপতি মৌখিক নির্দেশ দেন, সিবিআই এই মামলায় কিছু করবে না। আগাম জামিনের মামলা বিচারাধীন থাকল। তিন সপ্তাহ পর ফের শুনানি হবে। তার আগে হলফনামা জমা দেবে সিবিআই। আইনজীবীদের সিংহভাগরেই মত, বিচারপতির এদিনের মৌখিক নির্দেশের ফলে এখনই সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram