TMC News: কাটমানি প্রসঙ্গে জুতোপেটার দাওয়াই সায়নীর। ABP Ananda Live

Continues below advertisement

Saayoni Ghosh: এবার দলে শুদ্ধিকরণের বার্তা তৃণমূলের সাংসদ-বিধায়কের। যারা পরিষেবার বিনিময়ে মানুষের থেকে টাকা চাইছে, তাদের জুতোপেটার দাওয়াই সায়নী ঘোষের। 'যারা নিজেদের আখের গোছাতে তৃণমূল করছে, তাদের জায়গা দলে নেই'। ভাঙড়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে গিয়ে বার্তা যাদবপুরের সাংসদের। আবাস প্রকল্পে বাড়ির জন্য যদি কেউ টাকা চায় থাপ্পড় কষাবেন, দাওয়াই তৃণমূল বিধায়ক সওকত মোল্লার। 'ভোটের সময় বাঙালি-অবাঙালি করবেন না'। বিভাজনের রাজনীতির অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। কালীপুজোর উদ্বোধনে গিয়ে নাম না করে বিজেপিকে আক্রমণ। আজ কালীপুজোর উদ্বোধন করেন মমতা বন্দোপাধ্যায়। জানবাজার এবং গিরিশ পার্কে কালীপুজোর উদ্বোধন করেন মমতা। তিনি বলেন, 'উৎসবের সময় বাঙালি, অবাঙালি করবেন না।'  আরও খবর, এবার কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। পুলিশ সুপারের কাছে সরাসরি অভিযোগ কীর্ণাহারের দুই পরিবারের। বাড়ি করার জন্য একজনের থেকে ১ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram