TMC News: 'কোনও প্রতিষ্ঠান থেকে মহিলাদের বেরনো নিয়ে অবশ্যই বিধিনিষেধ থাকা উচিত', মন্তব্য সৌগত রায়ের

Continues below advertisement

ABP Ananda LIVE : 'কোনও প্রতিষ্ঠান থেকে মহিলাদের বেরনো নিয়ে অবশ্যই বিধিনিষেধ থাকা উচিত', মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। 'কেউ ডাক্তারি পড়ছে, ক্যাম্পাস থেকে বেরোবে, সেটা কাম্য নয়'। 'পুরোটাই নির্ভর করবে পরিবেশ-পরিস্থিতির ওপর'। 'আমাদের দেশে মহিলারা খোলাখুলি গভীর রাতে বেরোতে পারবে, এরকম পরিবেশএখনও হয়নি', মন্তব্য সৌগত রায়ের। 'রাত বারোটার পর মেয়েরা একা একা বেরোবে কেন ?, মুখ্যমন্ত্রী যা বলেছেন, ঠিক বলেছেন'। 'একটা ফাঁকা মাঠের মধ্যে মেয়েরা বেরোলে বিপজ্জনক তো বটেই, কারণ সমাজে তো খারাপ সবসময় থাকে'। 'পুলিশ কি প্রতিটি স্কোয়ার ইঞ্চিতে পাহারা দেবে ?''রাতে একমাত্র আইটি ইন্ড্রাস্টিতে মহিলারা কাজ করে, আর কোথাও হয় না'। 'এখনও ফ্যাক্টরি অ্যাক্টে মহিলাদের কাজের ওপর বিধিনিষেধ আছে, শুধু আইটি ।ইন্ড্রাস্টিতে ছাড় আছে, সেটাই থাকা উচিত', মন্তব্য সৌগত রায়ের। 'বাংলা কেন কোনও জায়গায় পরিবেশ নেই', মন্তব্য তৃণমূল সাংসদের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola