TMC News: 'যখনই বাধা দিতে যাওয়া হবে তখনই টার্গেট হতে হবে', কোন প্রসঙ্গে এই মন্তব্য জাভেদের?

Continues below advertisement

ABP Ananda Live: তৃণমূলে কি পদ বিক্রি করা হয়? কসবাকাণ্ডের আবহে প্রশ্নটা জোরালভাবে তুলে দিলেন, রাজ্য়ের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী ও কসবার বিধায়ক জাভেদ খান। ব্য়বসায়ী, মহম্মদ জুলকারনাইনকে তৃণমূলে নেওয়ার পিছনে, আর্থিক লেনদেন থাকতে পারে বলেও মন্তব্য় করেছেন জাভেদ খান। আর জুলকারনাইনকে তৃণমূলে সংখ্য়ালঘু সেলে নিয়োগ করার জন্য়, চিঠিতে যার নাম ছিল, সেই বিধায়ক ও সেলের সভাপতি মোশারফ হোসেন বলছেন, তৃণমূলে আগে পদ-বাণিজ্য় চলত! তবে কি এক্ষেত্রেও কি তথাগত রায়ের, সেই কামিনী-কাঞ্চনের পুনরাবৃত্তি?

 

আরও খবর, দলেরই পঞ্চায়েত সদস্যাকে মারধরের অভিযোগ। মালদার মানিকচকে বিজেপির পঞ্চায়েত প্রধান গ্রেফতার । অভিযোগ, পঞ্চায়েত প্রধানের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন বিজেপি সদস্যা। তাই মঙ্গলবার বিজেপি পার্টি অফিসের মধ্যেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় প্রধান-সহ দলেরই চারজনের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের পরিবারের । 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram