TMC News: জীবনকৃষ্ণের গ্রেফতারের আবহে সামনে এল ভাইরাল ভিডিও
ABP Ananda LIVE: ঘরের ভিতর সোফার মধ্য়ে বসে রয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা... উল্টোদিকের ব্য়ক্তি সমানে তাঁর কাছে টাকা ফেরতের অনুরোধ করে যাচ্ছেন... যাঁর বিরুদ্ধে চাকরি বিক্রির নামে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠেছে... সেই তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বারবার বলে চলেছেন টাকা কোথায় পাব? ভাইরাল হয়েছে জীবনকৃষ্ণ সাহার এই ভিডিও। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কীভাবে বিপুল সম্পত্তি বানিয়েছেন, এগুলি তারই উদাহরণ, বলছে বিজেপি। যদিও দলীয় বিধায়ককে নিয়ে কোনও মন্তব্য়ই করতে চায়নি তৃণমূল। এরইমধ্য়ে চাকরিবিক্রি ছাড়াও জীবনকৃষ্ণর বিরুদ্ধে প্রতারণার অভিযোগও তুলেছেন এক ব্য়ক্তি। মহম্মদ সালাউদ্দিন নামে ওই ব্য়ক্তির অভিযোগ, বালির ঘাট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, তাঁর কাছ থেকে, ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। গয়না বন্ধক রেখে সেই টাকা তিনি দিয়েছিলেন জীবনকৃষ্ণকে। অভিযোগকারীর দাবি, বালির ঘাট তো হয়ইনি। বরং, টাকা ফেরত চাইতে গেলে তৃণমূল বিধায়ক বলছেন, তিনি নাকি চেনেনই না। ২০২৪-এ বড়ঞা থানায় জীবনকৃষ্ণ সাহার নামে অভিযোগ জানিয়েছিলেন তিনি।