TMC: '১০০ বছর পিছিয়ে দিয়ে ধ্বংস করেছেন', ইডি-র আইনজীবী

Continues below advertisement

নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment scam) পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে আদালতে বিদ্যাসাগরের (Vidyasagar) উপমা টানল ইডি (ED)।একইসঙ্গে ইডি-র চার্জশিট (Charge sheet)খারিজের আবেদন প্রত্যাহার করলেন পার্থর আইনজীবী।আদালতে ইডি-র আইনজীবী বলেন, ২৬ সেপ্টেম্বর, ১৮২০ ও ১৯৫২-র ৬ অক্টোবর, বাংলায় দুই মহান ব্যক্তি জন্ম নিয়েছেন।'একজন বিখ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (Ishwar Chandra Vidyasagar)নামে, আরেকজন কুখ্যাত পার্থ চট্টোপাধ্যায়'(Partha Chatterjee)'একজন বাংলার শিক্ষা ব্যবস্থাকে ১০০ বছর এগিয়ে নিয়ে গেছেন, আরেকজন ১০০ বছর পিছিয়ে দিয়ে ধ্বংস করেছেন'পাশাপাশি, ইডি-র আইনজীবী দাবি করেন, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ(Kuntal Ghosh) পার্থকে ১০ লক্ষ টাকা দিয়েছিলেন। এদিন জামিন আবেদনের পাশাপাশি, ইডি-র চার্জশিট খারিজেরও আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়।পরে চার্জশিট খারিজের আবেদন প্রত্যাহার করেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। ইডি-র আইনজীবী দাবি করেন, এক্ষেত্রে আদালতের সময় নষ্ট করায়, পার্থকে জরিমানা করা হোক।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram