Rajbhawan Protest: রাজভবনের সামনে তৃণমূলের ধর্না নিয়ে জল গড়াল কলকাতা হাইকোর্টে। ABP Ananda Live
Continues below advertisement
Calcutta Highcourt: রাজভবনের (Rajbhawan) সামনে তৃণমূলের (TMC) ধর্না নিয়ে জল গড়াল কলকাতা হাইকোর্টে (Calcutta Highcourt)। একশো চুয়াল্লিশ ধারা থাকা সত্ত্বেও কীভাবে মঞ্চ বেঁধে ধর্না দিল তৃণমূল? প্রশ্ন তুলে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারী। এদিকে, রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে কলকাতা পুলিশের (Kolkata Police) যুগ্ম কমিশনারকে চিঠি লিখেছে ২০১৭ গ্রুপ ডি (Group D) ওয়েটিং ঐক্য মঞ্চ। ধর্নায় বসতে চেয়ে চিঠি লিখছে বকেয়া ডিএ-র (DA) দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথমঞ্চও।
Continues below advertisement