Kunal Ghosh:'সিপিএমকে একটা ভোটও দেবেন না', 'ইন্ডিয়া' জোটের জয়ের কথা বলেও আহ্বান কুণালের।ABP Ananda LIVE
Continues below advertisement
'ইন্ডিয়া জোট এবার ক্ষমতায় আসবে, কিন্তু এরাজ্যে সিপিএম-কংগ্রেস বিজেপির দুই ভাই', ফের সিপিএম-কংগ্রেসকে আক্রমণ কুণাল ঘোষের। 'পশ্চিমবঙ্গে বিজেপিকে ৪২টি আসনেই হারানোর টার্গেট তৃণমূল কংগ্রেসের। যাতে ২০২৪-এর ১৫ অগাস্ট মমতা বন্দ্যোপাধ্যায় লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন। সিপিএমকে একটা ভোটও দেবেন না। সিপিএমকে একটা ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপিকে সাহায্য করা', ফের সিপিএম-কংগ্রেসকে আক্রমণ কুণাল ঘোষের
Continues below advertisement
Tags :
TMC Leader Kunal Ghosh General Election 2024 Opposition Alliance India Kunal Ghosh On CPM And Congress