Akhil Giri: মহিলা রেঞ্জারকে শাসানি-কুকথা, মন্ত্রী অখিল গিরিকে কড়া বার্তা TMC-র, কী জানান সুমন দে? | ABP Ananda LIVE

Continues below advertisement
'অখিল গিরিকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে, না হলে বরখাস্ত করা হবে', এবিপি আনন্দেই প্রথম সম্প্রচারিত হয় এই খবর। এই বিষয়ে কী জানিয়েছিলেন এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে?
 
মহিলা রেঞ্জ অফিসারকে শাসানি, অখিলকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য করল তৃণমূল। বরখাস্তের খাঁড়া এড়াতে তড়িঘড়ি পদত্যাগের ঘোষণা অখিল গিরির। মন্ত্রিত্ব ছাড়লেও নিজের অবস্থানেই অনড় অখিল। 'মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই', পদত্যাগের কথা জানালেও ক্ষমা চাইতে অস্বীকার অখিলের। তৃণমূল নেতৃত্বের 'বিবেকবান' হওয়ার নির্দেশকে কটাক্ষ করে বন দফতরকে আক্রমণ অখিলের। বন দফতর কোথায় বিবেকবান হল? প্রশ্ন অখিল গিরির। 'উচ্ছেদের সময় আরও মানবিক হওয়া উচিত ছিল বন দফতরের', বন দফতরে দুর্নীতির অভিযোগে সরকারকেই নিশানা অখিলের। ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই, মন্তব্য অখিল গিরির। 'আমি কোনও সরকারি অফিসারের কাছে কোনও দিন ক্ষমা চাইনি। রেঞ্জ অফিসারের কাছে ক্ষমা চাইব না', প্রতিক্রিয়া অখিল গিরির। 'আমি কোনও ভাবে অনুতপ্ত নই', বলেন অখিল গিরি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram