Arup Chakraborty: দলের নেতাকর্মীদের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পাড়ি তৃণমূলের জয়ী প্রার্থী অরূপ চক্রবর্তীর | ABP Ananda LIVE
সোমবার থেকে শুরু হচ্ছে সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান। তাতে যোগ দিতে ১০০ দলীয় নেতা-কর্মীদের নিয়ে দিল্লি গেলেন বাঁকুড়ার তৃণমূলের জয়ী প্রার্থী অরূপ চক্রবর্তী। অন্ডাল বিমানবন্দর থেকে বিমানে উঠেছেন ৮৫ জন। জানালেন অরূপ চক্রবর্তী। যা নিয়ে শুরু হয়েছে তরজা।
নেতা তৈরি হয় কর্মীদের সহযোগিতায়। ভোটের ময়দানে প্রিয় নেতাকে জেতাতে অক্লান্ত পরিশ্রম করেন তাঁরাই। এবার তাঁদের অবদানকে স্বীকৃতি দিতে বিশেষ উদ্যোগ নিলেন বাঁকুড়ার জয়ী তৃণমূল প্রার্থী। সোমবার ও মঙ্গলবার সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের সাক্ষী হওয়ার সুযোগ করে দিতে শতাধিক দলীয় কর্মীকে নিয়ে দিল্লি চললেন অরূপ চক্রবর্তী।রবিবার অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে বিমানে রওনা দিলেন বাঁকুড়ার তৃণমূল কর্মীরা।
বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার লড়াই ছিল হাড্ডাহাড্ডি। তৃণমূলের অরূপ চক্রবর্তীর প্রতিপক্ষ হিসেবে ছিলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। বাঁকুড়া লোকসভা আসনটি এবার বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। প্রায় ৩৩ হাজার ভোটে এই কেন্দ্রে বিজেপির সুভাষ সরকারকে হারিয়ে দিয়েছেন তৃণমূলের অরূপ চক্রবর্তী।