Loksabha Election 2024: ভোটের মুখে ডায়মন্ড হারবারে TMC কর্মীকে ধারাপ অস্ত্রের কোপ, কাঠগড়ায় BJP
ভোটের মুখে ডায়মন্ড হারবারে তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। তৃণমূল কর্মী কৌশিক জানার মা পার্বতী জানা মশাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য়া। গুরুতর জখম অবস্থায় আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত বিজেপি কর্মী নবকুমার নস্করকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। তৃণমূল পঞ্চায়েত সদস্যার অভিযোগ, তাঁর ছেলেকে মাঝেমধ্যেই হুমকি দিতেন ওই বিজেপি কর্মী। গতকাল মশাট বাজারে দু’জনের বচসা চলাকালীন তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে কোপান ওই বিজেপি কর্মী। যদিও বিজেপির দাবি, ব্যক্তিগত কারণে বচসার জেরে এই ঘটনা। ভোটের মুখে বিজেপিকে টেনে রাজনীতি করার চেষ্টা হচ্ছে।