Sandeskhali Incident: শেখ শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে গর্জে উঠল একাংশ গ্রামবাসী, পিছু হটলেন তৃণমূল কর্মী-সমর্থকরা
৩৩ দিনেই সন্দেশখালিতে উলটপুরাণ। দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে উঠল এলাকা। শেখ শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে গর্জে উঠল গ্রামবাসীদের একাংশ। বাঁশ লাঠি হাতে মারমুখী গ্রামবাসীদের তাড়ায় পিছু হটলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। নৌকায় চেপে কোনওরকমে চম্পট দিলেন তাঁরা! বিজেপির দুষকৃতীরা হামলা চালিয়েছে, অভিযোগ করেছে তৃণমূলের। গণরোষের বহিঃপ্রকাশ বলে পাল্টা দাবি করেছে বিজেপি।