Sat Sokale seg3: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ১৯ কোটি নিয়েছিলেন হুগলির যুব তৃণমূল নেতা, বিস্ফোরক তাপস

Continues below advertisement

৩২৫ জনের কাছ থেকে ১৯ কোটি নিয়েছিলেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে ফের বিস্ফোরক আভিযোগ তুললেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তাঁর দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ১০০ কোটি টাকার খেলা আছে। এদিন কুন্তল ঘোষের সঙ্গে তাপসকে মুখোমুখি বসিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করে। যদিও এনিয়ে কুন্তল ঘোষের সঙ্গে যোগযোগ করার চেষ্টা করা হলেও তিনি কিছু বলতে চাননি।

পটাশপুরে় কৃষি উন্নয়ন সমিতির ভোটে, বাম-বিজেপি সমর্থিত জোটকে হারিয়ে জয়ী হলেন তৃণমূলপন্থীরা। ১৪টি আসনের সবকটিতেই জিতেছেন তাঁরা। যদিও সুষ্ঠুভাবে ভোট হয়নি বলে অভিযোগ তুলেছে বিজেপি। মানতে নারাজ তৃণমূল।

তৃণমূল পরিচালিত ঘাটাল পুরসভার বিরুদ্ধে জলকর নেওয়া-সহ একাধিক দুর্নীতির অভিযোগে পোস্টারে ছয়লাপ এলাকা। পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগও উঠল শাসকদলের বিরুদ্ধে। বেআইনিভাবে জলকর নেওয়া হচ্ছে বলে দাবি করেছে বিজেপি। জলকর নয়, রক্ষণাবেক্ষণের জন্য টাকা নেওয়া হয়, প্রতিক্রিয়া পুর চেয়ারম্যানের।

এবিপি আনন্দর খবরের জের। মুখ্যমন্ত্রীর নির্দেশে জাতীয় মহিলা ফুটবল দলে খেলা পৌলমী অধিকারীকে ডেকে কথা বললেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। দারিদ্রের কারণে একটা কাজ চাই, ফিরতে চাই মাঠে। ক্রীড়ামন্ত্রীকে জানালেন পৌলমী। ও আবার খেলবে, পাশে থাকবে সরকার। পৌলমীকে পাশে বসিয়ে বললেন অরূপ বিশ্বাস।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram