Behala Accident: বেহালায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, পণ্যবাহী পিষে দিল মহিলা সিভিক ভলান্টিয়ারকে

Continues below advertisement

বেহালায় (Behala) মর্মান্তিক পথ দুর্ঘটনা (Road Accident)। মহিলা (Woman) সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) মৃত্য়ু (Death)। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, স্কুটারের সামনে আচমকা কুকুর চলে আসায় ভারসাম্য় না রাখতে পেরে, উল্টে যায় স্কুটার (Scooter)। তখনই পিছন থেকে আসা একটি পণ্য়বাহী গাড়ি পিষে দেয় মহিলা সিভিক ভলান্টিয়ারকে। এদিন সকালে স্বামীর স্কুটারে চেপে কাজে যাচ্ছিলেন, সিভিক ভলান্টিয়ার, বছর ৪৪-এর সীমা দাস। মৃতার স্বামী জানিয়েছেন, শকুন্তলা পার্কের কাছে, হোচিমিন সরণীর ওপর, তাঁদের স্কুটারের সামনে আচমকা একটি কুকুর চলে আসে। তিনি ভার রাখতে না পেরে, রাস্তার বাঁদিকে পড়ে যান। আর ডান দিকে ছিটকে পড়েন সীমা। তখনই পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পণ্য়বাহী গাড়ির চাকা মহিলার মাথার ওপর দিয়ে চলে যায়। হেলমেট পরা থাকলেও, থেঁতলে যায় মাথা। হাসপাতালে নিয়ে গেলে, সিভিক ভলান্টিয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা (Doctor)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram