Train accident: বালেশ্বরের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার আজ তিন দিন পার

Continues below advertisement

বালেশ্বরের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার (Train accident) আজ তিন দিন। কোনওমতে লাইন পরিষ্কার করে গড়িয়েছে ট্রেনের চাকা। রেল লাইনের দুপাশে এখনও উল্টে অনেক বগি। যার মধ্যে থেমে গিয়েছে অনেকের পথ চলা। সূর্য ছোঁয়া আজকের সকালেও রাতের চেয়ে অন্ধকার। উল্টে পড়া একের পর এক বগি যাতে না দেখতে হয়, সেজন্য একদিক ঢেকে দেওয়া হয়েছে। তাতে কী ভোলা যাবে দুর্ঘটনার দুঃসহ স্মৃতি? এরমধ্যেই দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করেছে রেলবোর্ড, জানিয়েছেন রেলমন্ত্রী। এরপরই দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, খুব দ্রুত দুর্ঘটনাস্থল পরিদর্শন করবে CBI.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram