Malda: পঞ্চায়েত ভোটের আগে মালদার রতুয়ায় তৃণমূল কংগ্রেসে ভাঙন, কংগ্রেসে যোগ দিলেন প্রদীপ সাহা
Continues below advertisement
Malda: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে মালদার রতুয়ায় (Ratua) তৃণমূল কংগ্রেসে (tmc) ভাঙন । তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন জেলা তৃণমূল নেতা প্রদীপ সাহা (Pradeep saha)। দল ছাড়লেন রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ টিপু সুলতান। দল ছাড়লেন বাহারাল গ্রাম পঞ্চায়েতের চারজন নির্বাচিত জনপ্রতিনিধি ও কয়েকশো কর্মীও। তবে, এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল সভাপতি।
Continues below advertisement