Ananda Sokal: জয়নগরে নিহত তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের মৃত্য়ু ঘিরে তোলপাড় রাজ্য় রাজনীতি!
রাস্তার ধার ধরে হেঁটে যাচ্ছেন তৃণমূল নেতা, পিছন পিছন এল আততায়ীদের দু-দুটি মোটরবাইক। তারপরই শ্যুটআউট। জয়নগরে তৃণমূলের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত সদস্য সইফুদ্দিন লস্কর খুন হওয়ার আগের মুহূর্তের সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ্য়ে এল। পুলিশ সূত্রে দাবি, খুনের ৩-৪ দিন আগেই, তৃণমূল নেতার বাড়ির কাছাকাছি একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল আততায়ীরা। রীতিমতো রেকি করা হয়েছিল। তৃণমূল নেতাকে খুনের জন্য এক লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। কিন্তু, তৃণমূল নেতাকে খুনে সুপারি দিল কে? শ্যুটার কে ছিল?
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News Jaynagar Update DistrictNews