Ultadanga: উল্টোডাঙার আবাসনে তৃণমূলের বিজয় উল্লাস, ক্ষুব্ধ তৃণমূল নেত্রী | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: লোকসভায় জিতে অটো-বাইক মিছিল করে উল্টোডাঙার আবাসনে তৃণমূলের বিজয় উল্লাস।ক্ষুব্ধ নেত্রী। কাউন্সিলরকে তীব্র ভর্ৎসনা। আবাসনে গিয়ে ক্ষমা চাওয়ার নির্দেশ।
উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম। তীব্র তাপপ্রবাহের (Heatwave) কমলা সতর্কতা (Orange Warning) জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এরই পাশাপাশি, আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ২০-৩০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে বর্ষার আগমন কবে, তা চলতি সপ্তাহেই স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছেন আবহবিদরা।