Birbhum TMC-BJP Tussle: বিজেপি জেতায় পানীয় জল বন্ধ করল তৃণমূল? বীরভূমে বেনজির ঘটনা ঘিরে তুলকালাম

লোকসভা ভোটে নারায়ণপুর অঞ্চলের খড়িডাঙা বুথে বিজেপি ১০৬টি ভোটে জেতায় সেখানে পানীয় জল বন্ধ করে দিয়েছে তৃণমূল। এমনই অভিযোগে বিডিও অফিসে স্মারকলিপি জমা দিতে এলে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপির বীরভূমের সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। মিথ্যে অভিযোগ করছে বিজেপি, পাল্টা দাবি করেছে তৃণমূল।                       

বীরভূম জেলার দুই লোকসভা কেন্দ্র - বোলপুর ও বীরভূম। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে ২টিতেই বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল। বিজেপির অভিযোগ, বীরভূমে নারায়ণপুর অঞ্চলের খড়িডাঙা বুথে বিজেপি ১০৬টি ভোটে জেতায় সেখানে পানীয় জল বন্ধ করে দিয়েছে তৃণমূল। সোমবার রামপুরহাট ১ নম্বর ব্লকের বিডিওর কাছে গ্রামবাসীদের একাংশকে নিয়ে অভিযোগ জমা দিতে যান বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola