Assembly By Election: বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদায় তৃণমূলের জয়। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News:  রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা। ২১-এর বিধানসভা ভোটে জয়ের পর, লোকসভা নির্বাচনেও এই তিন কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু বিধানসভা উপনির্বাচনে সেখানে ফুটল ঘাসফুল। কেন এই হার? খতিয়ে দেখবে বিজেপি।

উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে দক্ষিণবঙ্গের রানাঘাট দক্ষিণ...বাগদা থেকে মানিকতলা...! বিধানসভা উপনির্বাচনেও জয়জয়কার তৃণমূলের চার বিধানসভা কেন্দ্রেই ফুটল ঘাসফুল! ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ২০০-টার্গেট পূরণ না হলেও, ৩ থেকে বেড়ে ৭৭-এ পৌঁছেছিল তারা। তার মধ্যে ছিল এই তিনটি বিধানসভা কেন্দ্রও। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা, তবে একে একে তিনজন বিধায়কই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। সেই তিনজনকেই গত লোকসভা নির্বাচনে দাঁড় করিয়েছিল তৃণমূল। হারতে হয়েছে প্রত্যেককেই। কিন্তু, মাত্র কয়েক দিনের মধ্যেই ফের জয়ের মুখ দেখল তৃণমূল। ২৬ এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট হয়েছিল। ৪ জুন ফল বেরনোর পর দেখা গেল, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ৪৬ হাজার ৭৩৯ ভোটে পিছিয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী।

আর লোকসভা ভোটের ৭৫ দিনের ব্যবধানে (২৬ এপ্রিল - ১০ জুলাই) সেই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রেই যখন উপনির্বাচন হল, তাতে দেখা গেল ৫০ হাজার ৭৭ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী, সেই কৃষ্ণ কল্যাণী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram