TMC: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে তৃণমূল কর্মীকে গুলি করে খুন! কান্নায় ভাঙল পরিবার

Continues below advertisement

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে তৃণমূল কর্মীকে গুলি করে খুন। প্রোমোটিং-বিবাদে খুন বলে অভিযোগ পরিবারের। নিহত তৃণমূল কর্মীর নাম প্রলয় মণ্ডল। পরিবার সূত্রে খবর, বেসরকারি কারখানায় কাজ করার পাশাপাশি, প্রোমোটিং ব্যবসাতেও যুক্ত হয়েছিলেন বছর ৩৪-এর তৃণমূল কর্মী। অভিযোগ, গতকাল রাতে বাড়ি ফেরার পথে, বাইক থামিয়ে তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কয়েক রাউন্ড গুলি করে দুষকৃতীরা। প্রোমোটিং-বিবাদে বিরুদ্ধ গোষ্ঠীই খুন করেছে বলে অভিযোগ নিহতের পরিবারের। এলাকায় উত্তেজনা ছড়ানোয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে বিষ্ণুপুর থানার
পুলিশ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram