Businessman Kidnapped: খড়দায় ফিল্মি কায়দায় ব্যবসায়ীকে 'অপহরণ', বহু টাকা মুক্তিপণ দাবির অভিযোগ ! ধৃত ৬
খড়দায় আবাসনের কার পার্কিং থেকে ফিল্মি কায়দায় ত্রিপুরার ব্যবসায়ীকে গাড়িতে তুলে 'অপহরণ'। আড়াই কোটি টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ। বারাসাতের একটি আবাসন থেকে উদ্ধার করা হয়েছে জখম ব্যবসায়ীকে। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে CID। নেপথ্যে আরও কেউ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। অভিযোগ, সেপ্টেম্বরের গোড়ায় এই ঘটনা ঘটেছে। ত্রিপুরার ওই ব্যবসায়ীকে গাড়িতে ওঠার সময়, কার পার্কিং থেকে আরেকটি গাড়িতে তুলে নিয়ে যায় কয়েকজন। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ও অন্যান্য সূত্র খতিয়ে দেখে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে ।
চাইব যারা স্বতস্ফূর্তভাবে আন্দোলন করেছে, তাঁদের সঙ্গে থাকতে। মেয়েটির সঙ্গে যেন ন্যায়বিচার হয়। দৃষ্টান্তমূলক বিচার হোক, আর জি কর-কাণ্ডে দাবি সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
রেপ সব জায়গাতেই হয়, কিন্তু কলকাতা-বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? সব শ্রেণির মানুষ প্রতিবাদ করছেন। আশা করছি ন্যায়বিচার খুব তাড়াতাড়ি মিলবে, প্রতিক্রিয়া ডোনা গঙ্গোপাধ্যায়ের।