Kamduni Incident: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নালিশ জানানো হবে : টুম্পা কয়াল

Continues below advertisement

ABP Ananada Live: কামদুনির ছাত্রীকে গণধর্ষণ-খুনে ফাঁসির সাজাপ্রাপ্তকে বেকসুর খালাস, মৃত্যুদণ্ড বদলে ২জনের যাবজ্জীবন। রাজ্য প্রশাসনকে দায়ী করে ফের পথে কামদুনি। 'কামদুনির আন্দোলন নিয়ে যাওয়া হবে দিল্লির বুকে'। 'রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নালিশ জানানো হবে'। হুঁশিয়ারি কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল। কামদুনিতে গেলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী, সিপিএম নেত্রী রমলা চক্রবর্তী। হাইকোর্টের কামদুনির রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। ১০ বছরে কেন ১৪ বার আইনজীবী বদল হল, প্রশ্ন নির্যাতিতার পরিবারের। রায় ঘোষণার পর রাতে কামদুনিতে সিআই়ডি। ১০ বছর আগে কেন তৎপরতা দেখাল না সিআইডি, প্রশ্ন কামদুনির বাসিন্দাদের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram