SSC: গ্রুপ ডি-র চাকরি বাতিল হওয়া ১৯১১ জনের তালিকায় দুই তৃণমূল নেতা ও এক নেতার ভাইয়ের নাম!
Continues below advertisement
গ্রুপ ডি-র (Group D) চাকরি (Job) বাতিল হওয়া ১৯১১ জনের তালিকায় কোচবিহার (Coochbehar) ও বাঁকুড়ার (Bankura) দুই তৃণমূল (TMC) নেতা ও এক নেতার ভাইয়ের নাম! তাঁদের মধ্যে একজন ছিলেন মেধাতালিকার প্রথম দশে! এদিকে ওএমআর শিটে দেখা যাচ্ছে, মাত্র একটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন ওই শাসকনেতা। আর এসব নিয়েই তৃণমূলকে নিশানা করছে বিরোধীরা। জবাব দিয়েছে শাসকদল।
Continues below advertisement