Udayan Guha: 'ব্লকের জন্য টাকার ব্যবস্থা করে এসেছি, কিন্তু শহরের জন্য নয়', মন্তব্য় উদয়ন গুহর

Continues below advertisement

ABP Ananda Live: লোকসভা ভোটে ৩ পুরসভায় পিছিয়ে, রোষে বন্ধ উন্নয়ন? 'শহরের মানুষ বেশি চালাক, তাই একটাকাও নয়'। কোচবিহার জয়ের পরেই হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর। কোচবিহার, মাথাভাঙা, দিনহাটা-৩ পুরসভাতেই ভোটে এগিয়ে বিজেপি । ভোটের ফল বেরোতেই ৩ পুরসভার বাসিন্দাদের হুঁশিয়ারি উদয়নের । 'মাথাভাঙা ১-র জন্য ৪ কোটি, মাথাভাঙা ২ নম্বর ব্লকের জন্য ১০ কোটি'। 'ব্লকের জন্য টাকার ব্যবস্থা করে এসেছি, কিন্তু শহরের জন্য নয়'। 'শহরের মানুষ গ্রামের চেয়ে বেশি চালাক, ঠিক করতে হবে কী চান'। কিছু পেতে হলে কিছু দিতে হয়: উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী । উন্নয়ন চান, না ধর্ম চান, ঠিক করতে হবে শহরের মানুষকে: উদয়ন।

'লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও সমালোচনা করলে, দেখে নিতে চাই', লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর, 'তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষমতা দেওয়া হোক জনপ্রতিনিধিদের', লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর।

 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram