Morning Headlines: দিনহাটায় দুই মন্ত্রীর হাতাহাতি, গার্ডেনরিচে মৃত্যুমিছিল নিয়ে টানাপড়েন, 'সাফাই' মেয়রের। ABP Ananda Live

Continues below advertisement


TMC BJP Clash: আর বাগযুদ্ধ নয়, এবার ধস্তাধস্তিতে জড়ালেন ২ মন্ত্রী! দিনহাটায় নিশীথের দিকে তেড়ে গেলেন উদয়ন। সামলাতে হিমশিম পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বনাম উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর ধস্তাধস্তিতে ধুন্ধুমার। তৃণমূলের হাতেই মাথা ফাটল এসডিপিওর। রিপোর্ট তলব রাজ্যপালের। ভোটের একমাস আগেই অশান্ত কোচবিহার। নিশীথের কনভয়ে হামলা। পাল্টা অভিযোগ তৃণমূলেরও। আজ ২৪ ঘণ্টা দিনহাটা বন্ধের ডাক উদয়নের। 

Garden Reach Building Collapsed: গার্ডেনরিচ বহুতল-বিপর্যয়, বেঘোরে প্রাণ গেল ১০জনের। ধ্বংসসতূপ থেকে আরও মৃতদেহ উদ্ধার। প্রায় ২দিন পার, এখনও আটকে একজন। কোথাও অবাধে পুকুর ভরাট, কোথাও ফ্ল্যাটের উপর হেলে পড়ছে ফ্ল্যাট! বেআইনি নির্মাণের মুক্তাঞ্চল গার্ডেনরিচ।

Kolkata Building Collapsed: গার্ডেনরিচে ১০জনের প্রাণের বিনিময়ে আজব সাফাই ফিরহাদের। সামাজিক ব্যাধি বলে দায় এড়ানোর মরিয়া চেষ্টা। বছরের পর বছর অবৈধ নির্মাণ। কিছুই জানত না প্রশাসন-পুলিশ? মেয়রের গ্রেফতারি চান অধীর।

Firhad on Building Collapsed: গার্ডেনরিচকাণ্ডে কাউন্সিলরকে আড়াল করে কিছুই না জানার দাবি মেয়র। কিছুই না জানলে পদে আছেন কেন, অবিলম্বে ইস্তফার দাবি সুকান্তর।

Atin Ghosh on Buildin Collapsed: গার্ডেনরিচে মৃত্যুমিছিল, মেয়র-কাউন্সিলরকেই দায়ী করে বিস্ফোরক ডেপুটি মেয়র। 'যে চেয়ারে বসে, নিয়ন্ত্রণের দায় তার, আমার ওয়ার্ডে হলে দায় এড়াতে পারতাম না', বললেন তিনি।

Building Collapsed in KMC Area: গার্ডেনরিচকাণ্ডে অবৈধ নির্মাণ। কিছুই জানতেন না তৃণমূল কাউন্সিলর! প্রোমোটারের সঙ্গে ছবি ঘিরে তোলপাড়। ভাগ পেয়েছেন, তাই এড়ানোর চেষ্টা, খোঁচা বিরোধীদের। 

Gardenreach Building Collapsed: মেয়র থেকে কাউন্সিলরের কথাই এবার অভিযুক্ত প্রোমোটারের গলায়। বহুতল-বিপর্যয়ে প্রোমোটারের পরে এবার জমির মালিক গ্রেফতার। গার্ডেনরিচ থেকেই গ্রেফতার করল পুলিশ। আরও ২ সহযোগীর নামে অভিযোগ পুরসভার। 

New DGP in WB: অপসারিত রাজীব কুমার, রাজ্য পুলিশের ডিজি হিসেবে সঞ্জয় মুখোপাধ্যায়ের নামেই সম্মতি কমিশনের। নির্বাচিত সরকারের আধিকারিক বদলি, কটাক্ষ তৃণমূলের। 

Mahua Moitra: টাকা নিয়ে প্রশ্ন বিতর্কে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের। দাবি নিশিকান্ত দুবের। কী করছে সিবিআই, সবাই জানে, পাল্টা শান্তনু। 

Congress Candidate List: ভোটের বাকি ঠিক একমাস। বাংলায় এখনও প্রার্থীই দিতে পারল না কংগ্রেস! ১০টি আসনে তালিকা চূড়ান্ত। ২টি নিয়ে সিপিএমের সঙ্গে আলোচনা, জানালেন অধীর। 

Sandeshkhali Incident: সন্দেশখালিকাণ্ডে পুলিশের গ্রেফতার করা ৭জনের মধ্যে ৫জনকে হেফাজতেই চাইল না সিবিআই! গ্রেফতারি দেখাতেই গ্রেফতারি, দাবি ধৃতদের আইনজীবীর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram