Udayan Guha: শিরদাঁড়া নিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ উদয়ন গুহের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda Live: শিরদাঁড়া নিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ উদয়ন গুহের। 'যারা এরাজ্যে শিরদাঁড়া নিয়ে ব্যবসা করছেন সিতাই উপনির্বাচনে তাদের শিরদাঁড়া বেঁকিয়ে দেওয়া হবে'। 'এমনভাবে বেঁকিয়ে দেওয়া হবে যে আর উঠে দাঁড়াতে পারবে না'। বাম-বিজেপিকে হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর।

আরও খবর..

কৃষ্ণনগরে তরুণীর রহস্যমৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য। 'মণ্ডপের ভিতরেই অগ্নিদগ্ধ হন তরুণী, ঘটনাস্থল মণ্ডপের ভিতরেই। মণ্ডপের পাশেই দুর্গাপুজোর ভোগ রান্নার ব্যবস্থা ছিল, সেখান থেকে কেরোসিন ও দেশলাই বাক্স পেয়ে থাকতে পারে', পুলিশ সূত্রে খবর। মণ্ডপের ভিতরে যেখানে তরুণীর দেহ পড়ে ছিল, সেখানে ছিল কেরোসিনের গন্ধ, সুনিশ্চিত করেছে ফরেন্সিক। ঘটনার রাতে তরুণীর ফোনের টাওয়ার লোকেশন রাত ৮টার পর থেকে ওই এলাকাতেই পাওয়া গেছে', পুলিশ সূত্রে খবর। 

আজ ভোরে শিয়ালদার ইএসআই হাসপাতালের দোতলায় মেল সার্জারি ওয়ার্ডে আগুন লাগে।  পুড়ে ছাই হয়ে যায় ওয়ার্ডের বেশিরভাগ অংশ। ৪৮ জন রোগীকে মানিকতলা ESI হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন মানিকতলা ESI-এর ডেপুটি সুপার।  এই রোগীদের মধ্যে আছেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা দীপঙ্কর মণ্ডল। ৩ মাস আগে পা ভেঙে যায় তাঁর।  ক্রাচে ভর দিয়ে কোনও রকমে আজ ভোরে অগ্নিকাণ্ডের সময়ে দোতলা থেকে একতলায় নামেন দীপঙ্কর মণ্ডল। অর্থোপেডিক ওয়ার্ডেরই আরেক রোগী গড়িয়ার বাসিন্দা দেবাশিস ভট্টাচার্য। কোমর ভেঙে হাসপাতালে ভর্তি ।  তাঁকে পাঁজোকোলা করে নামিয়ে আনেন হাসপাতালের এক কর্মী। প্রবল আতঙ্ক এখনও পিছু ছাড়ছে না দুই রোগীর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram