Udayan Guha: '১৫ লক্ষ টাকা তছরুপ করেছেন উদয়ন', অভিযোগ ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলার সম্পাদকের
Continues below advertisement
আর্থিক তছরুপের অভিযোগ ঘিরে তৃণমূল বিধায়ক উদয়ন গুহর সঙ্গে তাঁর পুরনো দল ফরওয়ার্ড ব্লকের বিবাদ প্রকাশ্যে। সম্প্রতি ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলার সম্পাদক অক্ষয় ঠাকুর অভিযোগ করেন, ২০১৫-য় তৃণমূলে যোগদানের আগে ফরওয়ার্ড ব্লকের তত্কালীন জেলা সম্পাদক উদয়ন গুহ সদস্যপদের চাঁদার ১৫ হাজার টাকা ও ১৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি দিনহাটার সুভাষ ভবন দখল করে সব মিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা তছরুপ করেছেন। এই নিয়ে নিজের পুরনো দল ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদককে পাল্টা জবাব দিয়েছেন দিনহাটার তৃণমূল বিধায়ক। গতকাল সোশাল মিডিয়ায় পোস্ট করে তাঁর দাবি, সুভাষ ভবন ফরওয়ার্ড ব্লক তৈরি করেনি। যাঁরা করেছিলেন, তাঁরা সবাই এখন তৃণমূলে।
Continues below advertisement
Tags :
ABP Ananda Money Laundering ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Dinhata Udayan Guha Forward Bloc এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ উদয়ন গুহ Udayan Guha TMC ফরোয়ার্ড ব্লক